শেখ রাসেলকে ৯৬ হাজার ডলার জরিমানা
সময় টিভি
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭
করোনার জন্য পূর্ব তিমুর ফুটবলার পেদ্রো হেনরিক ওলিভেরাকে পরপর দুই মাসের বেতন দিতে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। দুই পক্ষের চুক্তিতে আছে ক্লাব যদি পরপর দুই মাস বেতন দিতে না পারে তাহলে ওই ফুটবলার জাস্ট ক্লজের আওতায় এর ক্ষতিপূরণ চেয়ে ফিফায় অভিযোগ করতে পারে। এ অভিযোগই করেছেন পেদ্রো হেনরিক। ফিফাও তা আমলে নিয়েছে। ফলে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে জরিমানা বাবদ ৯৬ হাজার ডলার দিতে হচ্ছে।