৬ জিবি র্যামের সস্তা ফোনে শক্তিশালী ব্যাটারি
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩
৬ জিবি র্যামের সস্তা একটি ফোন আনছে পোকো। মডেল পোকো এম২। এই ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। এই ফোনে এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। এই ফোনটি ৬ জিবি র্যামের ‘সবচেয়ে সস্তা’ ফোন হবে।
সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ১৮ সেকেন্ডের নতুন একটি টিজার ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, পোকো এম২ ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অর্থাৎ বর্তমান দিনের প্রায় সমস্ত ফোনের মতই পোকোর নতুন ফোনে শক্তিশালী ব্যাটারি থাকবে। আশা করা যায় কোম্পানি এখানে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও দেবে। যদিও এবিষয়ে পোকো এখনও কিছু নিশ্চিত করেনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শক্তিশালী ব্যাটারি
- পোকোফোন