উঠতি বয়সীরা গ্রুপ খুলে জড়িয়ে পড়ছে মাদক, সন্ত্রাস আর গ্যাং কালচারে। মাদক ব্যবসায়ী আর অসাধু নেতারা এই তরুণদের নিজ কাজে ব্যবহার করছে। বিশেষজ্ঞরা এজন্যে অভিভাবকদের উদাসীনতা, অসুস্থ পরিবেশ আর ইন্টারনেটের অপব্যবহারকে দায়ী করেন। বিপথে যাওয়া তরুণদের ফিরিয়ে আনতে সামাজিক উদ্যোগ ও সংশোধন ব্যবস্থায় উন্নয়ন দরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের উঠতি বয়সী তরুণরা মজার ছলে নিজেদের মধ্যে যুক্ত থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করছে নানা গ্রুপ। যার অনেকগুলোই ব্যবহার হচ্ছে মাদক, মারামারি, খুন খারাবিসহ অপরাধমূলক কাজে। অপর গ্রুপের সাথে রেষারেষি থেকে জড়িয়ে যাচ্ছে গ্যাং কালচারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.