কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মদ বিক্রিতে লক্ষ্যমাত্রা, না পারলে জরিমানা

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:২৪

লক্ষ্য রাজস্ব আদায়। তাই মদ বিক্রিতেও ‘হয় ভাতা, নয় জরিমানা’ নীতি নিচ্ছে আবগারি দফতর।

করোনা পরবর্তী পরিস্থিতিতে বড় বোতল এবং প্রিমিয়াম ব্র্যান্ডের মদের উপর বেশি কর বসিয়ে ছোট বোতল এবং চলতি ব্র্যান্ডে কম কর আদায় করতে চায় সরকার। সেই সঙ্গে দিশি বা বিলিতি মদের খুচরো বিক্রেতাদের এখন থেকে বছরে নিদেনপক্ষে কত পরিমাণ মদ বিক্রি করতে হবে, তার টার্গেটও দিয়ে দেবে সরকার। যা পূরণ করলে খুচরো বিক্রেতারা উৎসাহ ভাতা পাবেন, না হলে তাদের জরিমানা দিতে হবে। সেই টার্গেট শুধু দোকান মালিকদেরই থাকবে না, প্রতি জেলার আবগারি অফিসারদেরও মদ বিক্রির টার্গেট দিয়ে দেওয়া হবে। আগামী বছর থেকে বার্ষিক অন্তত ২০ হাজার কোটি টাকা রাজস্ব বাবদ তুলতে চায় সরকার। এখন আবগারি খাতে মদ বিক্রি করে বছরে ১২ হাজার কোটি টাকা আদায় হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও