৮ স্থাপনায় এডিস মশার প্রজনন, ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। রোববার অভিযানের ১৫তম দিনে মোট ১০০টি স্থাপনা পরিদর্শন করা হয়। এর মধ্যে মশার প্রজননস্থল পাওয়ায় আটটি স্থাপনার বিরুদ্ধ মামলা দায়ের ও এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার অঞ্চল-১ এ ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি এলাকা, অঞ্চল-২ এ ১২ নম্বর ওয়ার্ডের মালিবাগ এলাকা এবং অঞ্চল-৩ এ আজিমপুর কলোনি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.