সোমবার ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন মেসি

সংবাদ বার্সেলোনা প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:০২

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যাওয়ার ঘোষণা দেয়ার পর এবার সোমবার থেকে ট্রেনিংয়ে যোগ দেয়ার কথা জানিয়েছেন। এ জন্য তিনি রবিবার কোভিড-১৯ টেস্টের নমুনাও দিয়েছেন। মেসির বাসায় গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়। টেস্টের ফল নেগেটিভ হলে তিনি সোমবারই ট্রেনিংয়ে যোগ দিবেন। গত ২৫ আগস্ট চিঠি দিয়ে বার্সেলোনা ছাড়ার ইচ্ছা ব্যক্ত করা মেসি সোমবারই প্রথম নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্র্যাকটিসে যোগ দিবেন। এর আগে গত রবিবার দলের সবাই কোভিড-১৯ টেস্ট করিয়ে পরের দিন প্র্যাকটিসে যোগ দেন। কিন্তু দল ছাড়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা মেসি ট্রেনিংয়ে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। শুক্রবার মেসি জানান তিনি অনিচ্ছা সত্ত্বেও আরও এক মৌসুম বার্সেলোনাতেই থাকবেন। মেসির বক্তব্য অনুযায়ী তিনি বার্সেলোনা ক্লাবকে খুব ভালবাসেন। এ ক্লাবের সাথে কোন বিষয় নিয়ে আদালতে যেতে চাননা। তার ইচ্ছা ছিল ফ্রি খেলোয়াড় হিসেবে অন্য কোন ক্লাবে যোগ দেয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও