You have reached your daily news limit

Please log in to continue


জলবায়ু পরিবর্তনে বিলীন হয়েছে সিন্ধু সভ্যতা

জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এর ফলে বরফ গলছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে। সামগ্রিকভাবে এ পরিবর্তনের ফলে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে। কিন্তু এই পরিবর্তন যে শুধু বর্তমান সময়কে ক্ষতিগ্রস্ত করছে, এমনটা নয়। হাজার বছর আগের সভ্যতাও বিলীন হয়েছে এই জলবায়ু পরিবর্তনের ফলে। এমনটাই জানান দিচ্ছেন বিজ্ঞানীরা। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে বদলে গিয়েছিল বর্ষা। এতে পতন হয় সিন্ধু সভ্যতার। ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, উত্তর ভারতের জলবায়ুর চরিত্র বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের রচেস্টার ইনস্টিটিউট অব টেকনোলজির (আরআইটি) গবেষক ও ভারতীয় বংশোদ্ভূত নিশান্ত মালিক জানিয়েছেন, প্রাচীন সিন্ধু সভ্যতার উত্থান-পতনের জন্য দায়ী জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাওয়া বর্ষা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন