ন্যায্য পাওনা দিচ্ছে না ব্রিটিশ কোম্পানি ডেবেনহ্যামস
যুক্তরাজ্যভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ডেবেনহ্যামস বাংলাদেশ থেকে বছরে প্রায় ৯০০ কোটি টাকার পোশাক কেনে। একসময় তৃতীয় পক্ষের মাধ্যমে বিভিন্ন কারখানায় পোশাক তৈরি করাত তারা। তবে সাত বছর আগে ঢাকায় লিয়াজোঁ অফিস স্থাপন করে সরাসরি ব্যবসা শুরু করে। করোনার কারণে গত এপ্রিলে হঠাৎ করে ৬৯ জন কর্মী ছাঁটাই করে অফিস বন্ধ করে দেয় ডেবেনহ্যামস। লিয়াজোঁ অফিস বন্ধ কিংবা কর্মী ছাঁটাই, কোনো কিছুতেই ব্রিটিশ এই কোম্পানি বাংলাদেশের আইন মানেনি—এমন অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির ঢাকা লিয়াজোঁ অফিসের সাবেক কর্মীদের সংগঠন ডেবেনহ্যামস বাংলাদেশ এমপ্লয়িজ ইউনিয়ন (ডিবিইইউ)। অবিলম্বে কর্মীদের এপ্রিলসহ চার মাসের নোটিশ পিরিয়ডের বেতন, দুটি উৎসব ভাতা, অর্জিত ছুটি ও আনুতোষিক বা গ্র্যাচ্যুয়িটির অর্থ পরিশোধ করার দাবি জানিয়েছেন ইউনিয়নের নেতারা।