চরে আটকে ডুবে গেল সারবোঝাই কার্গো
বরিশাল থেকে বরগুনা যাওয়ার সময় বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে কার্গো ডুবি হয়েছে। রোববার ভোররাতে বরগুনার বামনা উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
কার্গোর মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে সারবোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌছান। নদীতে বরগুনামুখী স্রোতের অপেক্ষায় রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গোটি নোঙর করে রাখা হয়। এক সময় মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে ভাটায় কার্গোর পেছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা ওঠানোর চেষ্টা করে শ্রমিকরা। ৬০-৭০ বস্তা সার তোলার পর বাকিটা নদীতে তলিয়ে যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- চরে আটকা পড়া
- সারবোঝাই কার্গো