কোনো কোনো শিশুর জন্মগতভাবে থাইরয়েডের সমস্যা হতে পারে। আবার পরবর্তী সময়েও এ সমস্যা দেখা দিতে পারে। দুই ক্ষেত্রেই ভিন্নভাবে প্রকাশ পেতে পারে এই সমস্যা।
জন্মগতভাবে থাইরয়েডের সমস্যায় নবজতাকের মাথা একটু বড় হয়, জিবও বড় হতে পারে। জন্মের পরপরই প্রলম্বিত জন্ডিস হলে থাইরয়েডের সমস্যা সন্দেহ করতে হবে।
এ ছাড়া বুকের দুধ পানে অসুবিধা হলে, সব সময় নাক বন্ধ থাকলে, দাঁত দেরিতে উঠলে, দেরিতে বসা বা হাঁটা কিংবা কথা বলা, কোষ্ঠকাঠিন্য, কর্কশ কণ্ঠস্বর হলেও পরীক্ষা করা উচিত। এসব শিশুর জন্মলগ্ন থেকেই চিকিৎসা শুরু করতে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.