আপনার বেঁচে থাকার সম্ভাবনা জানাবে ক্যালকুলেটর
বিষয়টি অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার গল্পের মতো। আপনি কতদিন বাঁচবেন তা নাকি ক্যালকুলেটর বলে দেবে! ক্যালকুলেটরটি ব্যবহার করার জন্য আপনার বয়স, লিঙ্গ, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা, ধূমপানের অভ্যাসহ বেশি কিছু তথ্য দিতে হবে। এরপর এটি জানাবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা আর কত বছর রয়েছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট আঙ্গলিয়ার গবেষকরা এমন একটি ক্যালকুলার তৈরি করেছেন। এর নাম দেয়া হয়েছে ‘মাই লংজিবিটি’। এই অনলাইন ক্যালকুলেটর চিকিৎসা এবং জীবনযাপনের নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে আয়ুর পূর্বাভাস দেয়।