![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/06/255fd526f7a5e5d73b1fa8ebe5867053-5f543f80d19d0.jpg?jadewits_media_id=687094)
ইউএনও’র সন্তান নিরাপদে আছে দাদির কাছে
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলী শেখকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করলেও এ বিষয়ে কিছুই বুঝতে পারেনি ছোট্ট আদিয়াত (৩)। সে মায়ের পাশেই ঘুমিয়েছিল। ওই রাতে একবার ঘুম ভেঙেছিল তার একটু পর আবার ঘুমিয়ে যায়।
সকালে যখন তার মা বিছানায় মুমূর্ষু অবস্থায় অচেতন, তখন ঘুম থেকে উঠে সে মেঝেতে বসে খেলাও করছিল। আদিয়াত নিরাপদে আছে, রাজশাহীতে তার দাদা-দাদির কাছে আছে। এসব তথ্য জানিয়েছেন আদিয়াতের মামা শেখ ফরিদ উদ্দিন ও হাসপাতালের চিকিৎসক।