দুই সহোদরের মৃত্যু আরেকজন আশঙ্কাজনক, বাকরুদ্ধ বাবা
অগ্নিদগ্ধ হয়ে দুই সন্তানের মৃত্যু ও অন্য আরেক সন্তানের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে থাকার মতো ঘটনায় স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে গেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পিওন নুরুদ্দিন।
জানা যায়, নুরুদ্দিনের তিন পুত্রসন্তানের বড় ছেলে সাব্বির (২১) বিএ অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন, মেঝ ছেলে জোবায়ের (১৮) এসএসসি পরীক্ষার্থী ও ছোট ছেলে ইয়াসিন (১২) মাদরাসা শিক্ষার্থী। তারা তিন ভাই একসাথে প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে যেতো। গতকালও তারা একসাথে মসজিদে এশার নামাজ পড়তে যান। ফরজ নামাজ শেষ করে যখন তারা সুন্নত ও বেতের আদায় করছিলেন ঠিক তখনই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হয় সহোদর তিন ভাই। পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হলে আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে অগ্নিদগ্ধ তিন ভাইয়ের মধ্যে বড় দুই ভাই সাব্বির ও জোবায়েরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ছোট ভাই ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.