করোনার টিকাপ্রাপ্তিতে ন্যায্যতা জরুরি
রাজধানীর ধানমন্ডির বাসিন্দা রওনক খান মহামারির শুরুর দিকে করোনায় সংক্রমণের আতঙ্কে ছিলেন। ছয় মাসে সেই আতঙ্ক কিছুটা দূর হয়েছে। কিন্তু এখন তাঁর দুশ্চিন্তা টিকা নিয়ে। টিকার পরীক্ষা (ট্রায়াল) সফল হবে কি না, সফল হলে কবে টিকা উৎপাদন শুরু হবে—এসব বিষয়ে তাঁর প্রশ্ন যেমন আছে, সঙ্গে আছে উদ্বেগ। গতকাল শুক্রবার তিনি এই প্রতিবেদকের কাছে জানতে চান, ‘বাংলাদেশে টিকা আসবে কবে? টিকা আমরা পাব কীভাবে? আদৌ পাব তো?’
রওনক খানের প্রশ্নের মধ্যে টিকা পাওয়ার আকাঙ্ক্ষা আছে। পাশাপাশি আছে টিকা না পাওয়ার আশঙ্কার কথা, কিছুটা হতাশা। এই আকাঙ্ক্ষা, এই আশঙ্কা ও এই হতাশা বহু মানুষের মধ্যে দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অনেক দেশেই। বাংলাদেশ টিকা সংগ্রহ, কেনা এবং অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবে, সে ব্যাপারে কাজ শুরু করেছে।