![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fd7b0c524-4163-431d-8c90-b140f2ed0af7%252F52e0235c09914_Untitled_14.png%3Frect%3D0%252C67%252C1092%252C573%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
পুরুষের চেয়ে নারী আরও গরিব হবেন
প্রথম আলো
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৪
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেনের নতুন উপাত্ত বলছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামারির জেরে চরম দারিদ্র্য বাড়বে। নারী দরিদ্র হবেন বেশি। কাজের সুযোগ, আয়, স্বাস্থ্য, অবৈতনিক শ্রম এবং সহিংসতা—সব দিক দিয়ে নারীর অবস্থান আরও নাজুক ও অসম হবে। সমতা যেটুকু অর্জিত হয়েছে, তা ঝুঁকিতে পড়বে।