ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে চীন

বাংলাদেশ প্রতিদিন বেইজিং প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৫

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে এই আহ্বান জানান।

ওয়াং ই ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভেনিজুয়েলার সরকার ও বিরোধীপক্ষ সংলাপের মাধ্যমে তাদের চলমান সমস্যার সমাধান করতে পারবে বলে বেইজিং আশা করছে। কাজেই এক্ষেত্রে কোনও বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই।

মার্কিন সরকার প্রকাশ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যখন ভেনিজুয়েলার সরকার ও জনগণ প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজের মানবিকতাবিরোধী চরিত্রকে উন্মোচন করেছে ওয়াশিংটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও