পরিবার ছেড়ে আইপিএলে নয়, চেন্নাই পাচ্ছে না হরভজনকেও
চেন্নাই সুপার কিংস শিবিরে আরও বড় ধাক্কা। সুরেশ রায়নার পরে হরভজন সিংহকেও পাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনির দল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এ বারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন অভিজ্ঞ অফস্পিনার।
চেন্নাই শিবির যখন এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেন, তখনও দলের সঙ্গে যোগ দেননি হরভজন। সতীর্থদের সঙ্গে দুবাইও আসেননি তিনি। চেন্নাই শিবির আশা করেছিল, দেরি হলেও তিনি দুবাই আসবেন। এরই মধ্যে চেন্নাই শিবিরে ১৩ জন করোনায় আক্রান্ত হন। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যান রায়না। তার পর থেকেই হরভজনের খেলা নিয়ে প্রশ্ন ওঠে। শুক্রবারই তিনি চেন্নাই শিবিরকে জানিয়ে দেন, এ বারের মতো তাঁর খেলা হচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.