You have reached your daily news limit

Please log in to continue


‘সিঙ্ঘম হতে যাবেন না’, পুলিশ আধিকারিকদের পরামর্শ মোদীর

রিল লাইফের ‘সিঙ্ঘম’-কে দেখে অনুপ্রাণিত হয়ে রিয়েল লাইফের ‘সিঙ্ঘম’ হতে যাবেন না, তাতে আখেরে ক্ষতিই হবে। শুক্রবার সর্দার বল্লভভাই পটেল পুলিশ অ্যাকাডেমিতে ২০১৮-র ব্যাচের আইপিএস-দের উদ্দেশে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এমন অনেক পুলিশ আধিকারিক আছেন যাঁরা প্রথম দিকে ‘সিঙ্ঘম’-এর মতো হাবভাব করেন, কিন্তু তা করতে গিয়ে পুলিশের যে মূল লক্ষ্য তা থেকেই বিচ্যুত হন।” এমনটা করা কখনই উচিত নয় বলে বার্তা প্রধানমন্ত্রীর। আইপিএস-দের উদ্দেশে মোদীর সতর্কবার্তা, “অন্যায় কাজকে প্রশ্রয় দেবেন না। তাতে নিজেদেরই সমস্যা ডেকে আনবেন। কারণ এ বার পুলিশেও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে। পুলিশ যাতে ভাল ভাবে কাজ করতে পারে, এই প্রযুক্তি তার জন্য অত্যন্ত কার্যকরী।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন