ভারতের হাতে আসছে মিনিটে ৬০০ গুলি ছোঁড়া ভয়ঙ্কর অস্ত্র!
চীনের সঙ্গে উত্তেজনাপূর্ণ আবহের মধ্যেই নিজের অস্ত্রভাণ্ডারকে আরো উন্নত করল ভারত৷ এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসছে অত্যাধুনিক মারণাস্ত্র৷ ভারত ও রাশিয়ার মধ্যে একে-৪৭ ২০০৩ রাইফেলস নিয়ে ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হয়ে গেল৷ চুক্তির উল্লেখযোগ্য দিক হচ্ছে এই সমস্ত রাইফেলস ভারতেই প্রস্তুত হবে৷
বিশ্বে একে-৪৭ ২০০৩ এবং একে-৪৭ এই দুই রাইফেলই -আগ্নেয়াস্ত্রের মধ্যে সবচেয়ে উন্নত ও উচ্চক্ষমতা সম্পন্ন৷ এই ভয়ঙ্কর মারণাস্ত্র এবার ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টম অ্যাসল্ট রাইফেলের জায়গা নেবে৷ ভারতীয় সেনাবাহিনীর ৭ লাখ ৭০ হাজার একে-৪৭ রাইফেলের প্রয়োজন রয়েছে। এরমধ্যে এক লাখ আমদানি করা হবে। বাকিটা ভারতেই উৎপাদন করা হবে।