লাদাখের পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ: ভারতের সেনাপ্রধান
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর পরিস্থিতি ‘কিছুটা উত্তেজনাপূর্ণ’ বলে মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। বৃহস্পতিবার এ অঞ্চলের ‘ফরওয়ার্ড বেস’ ঘুরে লেহ্ ফিরে আজ শুক্রবার সকালে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে কিছু ব্যবস্থা আমরা নিয়েছি। সাবধানতামূলক সেনা মোতায়েন করেছি। তবে আমরা নিশ্চিত, আলাপ–আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। উত্তেজনা প্রশমন সম্ভব।’
পূর্ব লাদাখ অশান্ত সেই জুন মাস থেকে। গত ১৫ জুন ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে বিস্তীর্ণ এলএসিতে উত্তেজনা রয়েই গেছে। দুই পক্ষই মোতায়েন করেছে বাড়তি সেনা। ফরওয়ার্ড বেসে মজুত হয়েছে ট্যাংক। যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমানবাহিনীকে। সদ্য আসা অত্যধুনিক ‘রাফাল’ যুদ্ধবিমান ঘাঁটি গেড়েছে জলন্ধরে। সেনাপ্রধান বারবার এসে প্রস্তুতি খতিয়ে দেখেছেন। কিন্তু এই প্রথম সেনা প্রস্তুতি দেখার পর তিনি উত্তেজনা কমাতে ‘আলাপ–আলোচনার’ ওপর জোর দিলেন সেই সময়, যখন রাশিয়ার রাজধানী মস্কোয় ভারত ও চীনের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা। শুক্রবার সন্ধ্যায় সেই বৈঠকের আগেই সকালে সেনাপ্রধানের মন্তব্য তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.