আমার কাজের আমিই বড় সমালোচক: সঞ্জয় সমদ্দার
সমকাল
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯
গেলো ঈদে প্রচার হওয়া গল্প নির্ভর নাটকগুলো দর্শক গ্রহণ করেছেন। দর্শকপ্রিয়তা পাওয়া নাটকগুলোর অন্যতম আলোচিত দুটি নাটক হচ্ছে ‘যে শহরে টাকা উড়ে’ ও ‘পলিটিকস’। নাটক দুটির নির্মাতা সঞ্জয় সমদ্দার। নাটক নির্মাণ ও কাজের সার্বিক বিষয় নিয়ে সমকালের মুখোমুখি হয়েছেন তিনি...ঈদে আপনার নির্মিত ‘যে শহরে টাকা উড়ে’ ও ‘পলিটিকস’ নাটক দুটো দর্শকপ্রিয়তা পেয়েছে।