![](https://media.priyo.com/img/500x/http://thesangbad.net/images/2020/September/04Sep20/fb_images/sangbad_bangla_1599208329.jpg)
নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক”ভিলেজ হট্টগোল”
সংবাদ
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬
এবার ৩য় লডের নাটকের শুটিংএর কাজ ১ সেপ্টেম্বর থেকে শুরু করেছে স্বাধীন শাহের রচনায় আরটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ন’টায় প্রচার হচ্ছে গ্রামীন পটভূমি ধারাবাহিক নাটক ভিলেজ হট্টগোল।
সমসাময়িক কালে যেসব নাট্যনির্মাতা দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন তার মধ্যে ইমরান হাওলাদার।নাটকের শুটিং ঢাকার পাশে ৩০০ফিটে শুরু করেছে ।