কানাডায় বিমান সংস্থার আয় কমেছে ৪৩ শতাংশ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস শুধু মৃত্যু নয়, সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে ব্যাপক আঘাত হেনেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিমান ও রেস্টুরেন্টের ব্যবসায়। যদিও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ম-নীতি মেনে সব শুরু হয়েছে তারপরও আশঙ্কা রয়েই গেছে। মার্চের শুরু থেকেই কানাডা ঘোষণা করেছে, কানাডার নাগরিক বা বিমানের ক্রু সদস্য, কূটনীতিক এবং স্থায়ী বাসিন্দা নয় এমন কেউই কানাডায় প্রবেশ করতে পারবে না। বিশেষত সীমান্তের পাশাপাশি দেশটির সরকার বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে।