সম্পর্কের দ্যোতনা
দৈনিক আজাদী
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৪৮
প্রতিটি সম্পর্কের এক একটা দ্যোতনা। কোনটা নির্ভরতার কোনটা আশ্রয়ের কোনটা মমতার কোনটা স্নেহের কোনটা আবদারের কোনটা শাসনের আর কোনটা আবেগজাত। প্রতিটি সম্পর্কে ভালোবাসাটাই মুখ্য। পারস্পরিক দুঃখ আনন্দ ভালোলাগা মন্দ লাগা গুলো শেয়ার করাই সম্পর্কে র সহজাত ধর্ম। আনন্দে প্লাবিত হবে দুঃখে চোখের জলে বুক ভাসাবে এটাই মানবিক সম্পর্কের মূল স্লোগান।এর ব্যত্যয় ঘটলেই আমরা বলি অসামাজিক অসংলগ্ন মানসিকতার।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- সম্পর্ক
- মমতা