গোমতীর চরের কৃষকের মুখে মুলার শুভ্র হাসি
কৃষকদের শ্রমে-ঘামে রঙিন হয়ে উঠেছে কুমিল্লার গোমতীর চর। মাটি ভেদ করে উঁকি দিয়েছে নানা সবজি। তার মধ্যে সাদা মুলার ভালো ফলন হয়েছে। বিস্তৃত চরজুড়ে এখন মুলার শুভ্র হাসি। সেই হাসি ছড়িয়ে পড়েছে কৃষকের মুখে। সরেজমিনে দেখা যায়, কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাম্পার ফলন
- মুলা চাষ