![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F03%2F118731443_1550960168423085_8848614731281928805_n.jpg%3Fitok%3Dr4d77Rbh)
করোনা : মালয়েশিয়ায় প্রবেশে নিষিদ্ধের তালিকায় বাংলাদেশ
মহামারি করোনার বিস্তার ঠেকাতে অন্তত নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। আর নিষিদ্ধের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত করেছে মালয়েশিয়া। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিষিদ্ধের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ব্রাজিল, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া ও বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।