![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/maxresdefault-2009031039.jpg)
ত্বকের ক্ষত সারিয়ে উজ্জ্বলতা বাড়াবে কলাপাতা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৯
ত্বকের জন্য কলাপাতা ওষুধ হিসেবে কাজ করে। যেমন- বিষাক্ত মৌমাছির হুল, পোকামাকড়ের কামড়, ফুসকুড়ি, মাকড়সার কামড়, সাধারণ ত্বকের জ্বালা উপশম করে। এজন্য কচি কলাপাতা ব্লেন্ড করে রস ক্ষত স্থানে সামান্য সময় রেখে ধুয়ে ফেলুন। যদি এই রস ব্যবহারের পর ত্বক জ্বালাপোড়া করে তবে দ্রুত ধুয়ে ফেলুন।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- কলা পাতা