কোন ব্যথায় কোন ধরনের সেঁক দেবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১০
চলতে-ফিরতে কম-বেশি চোট বা আঘাত পান না, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রাথমিক দাওয়াই হিসেবে সেঁক দেয়াটাকেই বেছে নেই আমরা। আর যেকোনো ধরনের ব্যথা শুরুতেই থামিয়ে দিতে বা ধীর করে দিতে সেঁকের বিকল্প নেই। কিন্তু কখন গরম সেঁক দেয়া উচিত আর কখন ঠান্ডা, সে সম্পর্কে ধারণা আছে কি? ব্যথার ধরন বুঝে সঠিক সেঁক না দিলে কিন্তু উপকার মিলবে না। তাই কখন কোন সেঁক দিলে উপকার পাবেন তা জেনে নিন।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য সেবা
- আঘাত
- প্রাথমিক চিকিৎসা