ইউজিসিতে নতুন ২ সদস্য নিয়োগ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন দুই সদস্য নিয়োগ দেয়া হয়েছে। দুই সদস্যকে পূর্ণকালীন চার বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে শূন্য থাকা ইউজিসিতে নতুন দুই সদস্য নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থানা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু তাহের।