![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-341038-1599124701.jpg)
রাস্তা নয় যেন মরা খাল!
বগুড়ার শেরপুরে শাহ বন্দেগি ইউনিয়নের শেরুয়া বটতলা থেকে ভবানীপুর ও শেরুয়া-ধুনট মোড় বাইপাস রাস্তাটির বেহাল অবস্থা। আর এ রাস্তাটি দিয়ে উপজেলার শাহ বন্দেগি, মির্জাপুর, ভবানীপুর, বিশালপুর ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ শহরে আসা-যাওয়া করে এই রাস্তা দিয়ে। কিন্তু এখন এই রাস্তার এতই বেহাল দশা যে, দূর থেকে তাকালে মনে হবে– রাস্তা নয়, যেন একটি মরা খাল!