![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/03/ce8838285ca75b0b98948494bdb0d1c5-5f50a8d68a36d.jpg?jadewits_media_id=686653)
সিজারের বিল দিতে না পারায় সদ্যোজাতকে কেড়ে নিলেন ডাক্তার!
রিকশা চালান শিবচরণ। এমনিতেই খুবই টানাটানির সংসার। করোনাভাইরাস সংকটে তার আয় আরও অনেক কমে গেছে। এই অবস্থায় স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানের জন্ম দেন তার ৩৬ বছর বয়সী স্ত্রী ববিতা। বিল হয় মোট ৩৫ হাজার টাকা। এত টাকা দেয়ার সাধ্য শিবচরণের নেই। তার দাবি, টাকা মেটাতে না...