![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/09/03/japan-ship-missing-030920-01.jpg/ALTERNATES/w640/japan-ship-missing-030920-01.jpg)
জাপান উপকূলে ঝড়ে ৪৩ ক্রু ও ৬ হাজার গবাদিপশুসহ জাহাজ নিখোঁজ
জাপানের উপকূলে টাইফুনের মধ্যে ৪৩ জন ক্রু ও ছয় হাজার গবাদিপশুসহ একটি মালবাহী জাহাজ নিখোঁজ হওয়ার পর এক ব্যক্তিকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড।
পূ্র্ব চীন সাগরে টাইফুন মাইসাকের কবলে পড়ার পর গাল্ফ লাইভস্টক ওয়ান নামের জাহাজটি থেকে বিপদ সঙ্কেত পাঠানো হয়েছিল বলে বিবিসি জানিয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিখোঁজ
- টাইফুন
- কার্গো জাহাজ