বিএনপির মুখে জনস্বার্থের কথা মানায় না : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্দুকের নল, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না।
আজ বৃহস্পতিবার সকালে সেতু সচিব মো. বেলায়েত হোসেনের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এ কথা বলেন। সেতু ভবনে সেতু মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে ওই বৈঠক হয়।