![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F47280afa-99cc-4a77-a355-df08e2521d9f%252Funo.png%3Fw%3D800%26auto%3Dformat%252Ccompress)
ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ও তাঁর বাবা ওমর শেখের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তিনি রংপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (ইউএনও) চিকিৎসাধীন। তাঁকে ঢাকায় নেওয়া হবে।