![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/03/120312_bangladesh_pratidin_bbc.jpg)
জাপানে টাইফুনে কার্গো জাহাজ ডুবি, ৪৫ নাবিক ও ৬০০০ গবাদিপশু নিখোঁজ
জাপানে শক্তিশালী টাইফুন মেসাকের কবলে পড়া একটি কার্গো জাহাজ থেকে নিখোঁজ হওয়া একজনকে উদ্ধার করা হয়েছে। তিনি লাইফ জ্যাকেট পরে থাকায় পানিতে ভেসে ছিলেন। এ ছাড়া জাহাজের ৪৫ নাবিক নিখোঁজ রয়েছেন। জাহাজে ৬ হাজার গবাদি পশুও ছিল, যেগুলো নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ৩৯ জন ফিলিপিন্সের, দু’জন অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডের
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- চুরির অভিযোগ
- কার্গো জাহাজ