![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F48ae6e7c-6913-4396-a8ef-1df071301383%252F1067.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ভূরাজনীতিতে বাংলাদেশকে পাশে চায় ভারত
প্রথম আলো
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬
দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক নিয়ে জল্পনার পটভূমিতে গত মাসে অনেকটা হঠাৎ করেই ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সাধারণত এ ধরনের সফরের বিষয়ে একটু আগে জানানো হয়ে থাকে। কিন্তু এই সফরের খবর ঠিক আগের দিন দুই দেশের গণমাধ্যমের সুবাদে জানাজানি হয়। অবশ্য ১৭ আগস্ট হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা পৌঁছানোর পরপরই ভারতীয় হাইকমিশন এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানায়, সম্পর্ক এগিয়ে নিতেই ভারতের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর। যদিও ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলার সৌজন্য সাক্ষাতের পরও বাংলাদেশের সরকারি তরফে কিছু জানানো হয়নি।