You have reached your daily news limit

Please log in to continue


পথ দুর্ঘটনায় রাজ্য একাদশে, কলকাতা তৃতীয়

বেপরোয়া গাড়ি চালানো নিয়ে সতর্কতা রয়েছে। কিন্তু চালকেরা তা মানছেন কি? সেই প্রশ্ন তুলে দিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট। তাতে দেখা গিয়েছে, ২০১৯ সালে দ্রুত এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়েই সব থেকে বেশি দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার ৫৫.৭ শতাংশই এই কারণে ঘটেছে। পুলিশের একাংশের দাবি, এই ধরনের ঘটনায় মৃত্যুও বেশি ঘটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, দুর্ঘটনা এবং মৃত্যুর নিরিখে প্রথম দশে নেই পশ্চিমবঙ্গ। তার স্থান একাদশে। তবে মহানগরে দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। দিল্লি এবং চেন্নাইয়ের পরেই। তবে কলকাতায় ২০১৮ সালের তুলনায় দুর্ঘটনা এবং মৃত্যু কমেছে। যার পিছনে রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকেই কৃতিত্ব দিচ্ছেন পুলিশ-প্রশাসনের কর্তারা। পথ দুর্ঘটনায় এ রাজ্যে ২০১৯ সালে মারা গিয়েছেন ৫৭২৪ জন। ২০১৮ সালে মৃত্যু হয়েছিল ৫৪০৪ জনের। দেশের মধ্যে দুর্ঘটনায় সব থেকে উপরে রয়েছে উত্তরপ্রদেশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন