![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F02%2Faaaaa.jpg%3Fitok%3DbeVaxHTv)
শতাধিক বিরোধী নেতাকে মুক্তি দিলেন নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকজন মার্কিন সমর্থিত সংসদ সদস্যসহ শতাধিক বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকে মুক্তি দিয়েছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশের বিদ্যমান রাজনৈতিক বিভাজন দূর করে জাতীয় সংহতি দৃঢ় করার পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন। খবর এএফপির।