![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F2fc032cf-85dc-4c0e-b043-4147384edb20%252FSaudi_Crown_Prince_APF.jpg%3Frect%3D26%252C0%252C850%252C446%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
সৌদিকে খেপিয়ে পার পাবে পাকিস্তান?
প্রথম আলো
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১১
পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক অনেক দিন ধরেই তেতে ছিল। গত মাসের গোড়ার দিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি কাশ্মীর ইস্যুতে সৌদি আরব যথার্থ ভূমিকা রাখতে পারেনি বলে সৌদি সরকারের কড়া সমালোচনা করার পর সেই সম্পর্ক একেবারে উত্তপ্ত হয়ে ওঠে।