![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/02/og/133820_bangladesh_pratidin_corona_30.jpg)
করোনায় জাপানে চাকরি হারিয়েছেন ৫০ হাজার কর্মী
মহামারী করোনাভাইরাসের কারণে জাপানে সোমবার পর্যন্ত চাকরি হারিয়েছেন ৫০ হাজার ৩২৬ জন কর্মী। সরকারের উদ্ধৃতি দিয়ে জাপান টাইমস আজ বুধবার এ খবর প্রকাশ করেছে। এ চাকরিচ্যুত কর্মীদের মধ্যে বেশিরভাগই (৬০ শংতাংশ) অনিয়মিত কর্মী যারা কম মজুরিতে, পার্ট টাইম কাজ করতেন। সবচেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছেন উৎপাদন খাত