![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F02%2Fzimbabwe-to-reopen-airports-as-covid-19.jpg%3Fitok%3DXCUmnT5N)
অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো খুলে দিচ্ছে জিম্বাবুয়ে সরকার
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় জিম্বাবুয়ে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটগুলো ধীরে ধীরে খুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে। জিম্বাবুয়েতে কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯-এ সংক্রমণের হার কমছে। সংবাদমাধ্যম সিনহুয়া এ খবর জানিয়েছে। কেবিনেট বৈঠকের পর গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুতাসভাংগাওয়া বলেন, অভ্যন্তরীণ ফ্লাইটগুলো পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে আন্তর্জাতিক ফ্লাইটগুলোও খুলে দেওয়া হবে। গত মার্চ মাসের শেষ দিকে করোনাভাইরাসের সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর জিম্বাবুয়ে তার সীমান্ত ও বিমানবন্দরগুলো বন্ধ করে দেয়। জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ছয় হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে