![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fd1d4d178-6f4d-40aa-8d1e-f3cdde0d18f0%252FShuvo.bmp%3Frect%3D0%252C0%252C1154%252C606%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
শুভ না হলে, হয়তো সুশান্ত হয়ে যেতাম
প্রথম আলো
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩১
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে ছোট পর্দার অভিনেতা শাহরিয়ার শুভর কিছু ছবি। সেসব ছবিতে দেখা গেছে, উদ্ভ্রান্তের মতো পথে পথে ঘুরছেন তিনি। যেন কোনো মাতাল বা মাদকাসক্ত ব্যক্তির চরিত্রে ঢুকে পড়েছিলেন। কী ঘটেছিল? সেসব জানালেন এই অভিনেতা।