![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/09/02/083200image_(1).jpg)
করোনা জয় করার পর এবার স্কুলও খুলে দিল উহান
মানবদেহে প্রথম নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়া চীনের উহাননগরের বিদ্যালয়গুলোতে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সাত মাস পর গতকাল মঙ্গলবার খুদে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। শিশুদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে তাদের প্রিয় ক্যাম্পাস। গতকাল প্রায় দুই হাজার ৮০০ কিন্ডারগার্টেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলে ১৪ লাখের মতো শিক্ষার্থী উপস্থিত হয়। এর আগে গত মে মাসে সেখানকার মাধ্যমিকের বিদ্যাপীঠ খুলে দেওয়া হয়।