রূপগঞ্জে গার্মেন্টকর্মীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মমতাজ বেগম (৩৮) নামে এক গার্মেন্টকর্মীর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে। গতকাল ভোরে উপজেলার মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার এসআই ফরিদউদ্দিন জানান, কয়েক মাস ধরে মুন্সীগঞ্জের লৌহজং থানাধীন গাওদিয়া এলাকার নুরুল ইসলামের মেয়ে মমতাজ বেগম তার দ্বিতীয় স্বামী জামালপুরের মেলান্দহ থানাধীন শরীফের ছেলে রঞ্জুর সঙ্গে তারাব পৌরসভার মাসাবো এলাকার মজিবুরের ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। মমতাজ স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করতো। স্বামী রিকশাচালক। এদিকে সোমবার রাত আড়াইটার দিকে পাশের ঘরের আদুরী নামে এক মহিলা ঘরের জানালা খোলা দেখে উঁকি মেরে মমতাজের হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে অবহিত করলে গতকাল ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী রঞ্জুকে আটক করেছে।