নোয়াখালীর সুধারামে কালাদরাপ ইউনিয়নে রামহরি তালুক গ্রামে বখাটোদের উৎপাতে খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির স্কুলছাত্রী শিল্পী আক্তার আত্মহত্যা করেছে। নিহতের পিতার নাম জসিম উদ্দিন। এ ব্যাপারে নিহতের মা গতকাল সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, একই গ্রামের শাকিলের সাথে স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাড়ির উঠানে প্রেমিকের সাথে শিল্পী কথা বলছিল। এক পর্যায়ে স্থানীয় বখাটে সোলেমানের নেতৃত্বে চারজন যুবক ওই স্কুলছাত্রীকে নানা অপবাদ দেয়। এক পর্যায়ে ওই ছাত্রী ঘরে গিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। পুলিশ রাতে প্রেমিক শাকিলকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) টমাস বড়ুয়া সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে শাকিলকে ছেড়ে দেয়ার কথা স্বীকার করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.