বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নূরালীকুম ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সফিজুদ্দিন খানের ছেলে। তিনি তিন সন্তানের জনক।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, নিহত আরমান মোটরসাইকেলযোগে সিংগাইর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস শুকতারা সার্ভিসের মোল্লাহ পরিবহন (চট্রো মেট্রো-জ-১১-০০৬৪) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আরমান মারাত্মক আহত হন। পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আরমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.