![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F13774c82-7865-482b-8dc2-dc33e3c2ed39%252Fmou1.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
‘হোসে’ নন জোসে মরিনহো
সংবাদ সম্মেলনে নিজেকে ‘স্পেশাল ওয়ান’ বলা থেকে শুরু করে উদ্ভট সব অভিযোগে নিজের খেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষ, রেফারি সবাইকে অভিযুক্ত করা, টাচলাইনে প্রতিপক্ষ ম্যানেজারের সঙ্গে হাতাহাতি করা, চোখে গুঁতো দেওয়া, ড্রেসিংরুমের খেলোয়াড়দের চক্ষুশূল হওয়া, মাঠে বিতর্কিতভাবে গোল উদ্যাপন করা, নিজ দলের চিকিৎসকের সঙ্গে প্রকাশ্যে ঝগড়া— গত দেড় দশকে জোসে মরিনহো'র কল্যাণে আমরা পাগলামির প্রতিটা উদাহরণ দেখেছি বিস্তারিতভাবে।