![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb4a58146-7fe5-4e5f-a0ca-c064147c253f%252FKhulna_DH0630_20200831_Khulna_lamia_3.jpg%3Frect%3D0%252C0%252C3866%252C2030%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D0%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
চাঁদাবাজির মামলায় ৪ তরুণকে জেলগেটে জিজ্ঞাসার নির্দেশ
খুলনার কিশোরী লামিয়ার (১৪) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঠিকাদারের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার চার তরুণের রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তাঁদের দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।