You have reached your daily news limit

Please log in to continue


বন্যাদুর্গত ৩০০ পরিবারের পাশে মুশফিকের ফাউন্ডেশন

দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতেই মুশফিকুর রহিম প্রতিষ্ঠা করেছেন এমআর ফিফটিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের ব্যানারে প্রথমবারের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ালেন তিনি। বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাত্রা শুরু করেছে মুশফিকের স্বপ্নের এই ফাউন্ডেশন। বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে মুশফিকুর রহিম তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘যতদূর চোখ যায়, শুধু পানি আর পানি। দিগন্তে সবুজের হাতছানি। ভরাট যৌবনা নদীর বুক চিরে এগিয়ে চলা পালতোলা নৌকা আর মাছরাঙার জলকেলি। দর্শনার্থীদের জন্যে চোখ ঝলসানো সৌন্দর্য্য আর নদীর দুপাশে বসবাসরত মানুষের জন্যে মূর্তিমান আতঙ্ক। একে তো করোনার ছোবল, তার ওপর বন্যার নির্যাতন। স্বাভাবিক জীবনে হঠাৎ ছন্দপতন। সমস্ত ফসল, বসতবাড়ি পানির নিচে, ভয়ালদর্শন স্রোতে গ্রামের অনেকখানি নদীগর্ভে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন