তারকাদের বাহারি মাস্ক
                        
                            বাংলা ট্রিবিউন
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৬
                        
                    
                হলিউড ও বলিউড তারকারা এই করোনাকালে ফ্যাশনেবল সব মাস্ক পরেই বাইরে বের হচ্ছেন। এই যেমন এক সময়ের নামকরা টিভি সিরিজ ‘ফ্রেন্ডস’ এর অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন ও কোর্টনি কক্সকে দেখা গেছে নীল রঙয়ের টাইডাই ফেস মাস্কে। জেনিফার অ্যানিস্টন কালো রঙয়ের ক্লাসিক মাস্কও পরেন।